আমাদের কথা খুঁজে নিন

   

ফেনসিডিল বিক্রির টাকা নিয়ে খুন হন রায়হান

ফেনসিডিল বিক্রির পাওনা টাকার জের ধরে খুন হন সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহারমহল গ্রামের রায়হান উদ্দিন। পাঁচ সহযোগীকে নিয়ে শ্বাসরোধে রায়হানকে হত্যা করে তার ব্যবসায়িক বন্ধু জুয়েল আহমদ। পরে লাশ সিলেট নগরীর টিলাগড়ের এমসি কলেজের পাশে ফেলে রেখে যায়। সিলেট মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল বিচারক আনোয়ারুল হকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জুয়েল।

স্বীকারোক্তিতে জুয়েল আরও জানায়, ৫-৬ মাস ধরে সে রায়হানের সঙ্গে ফেনসিডিলের ব্যবসা করত। কোরবানির ঈদের ২-৩ দিন আগে রায়হান ১৫ বোতল ফেনসিডিল এনে জুয়েলকে দিয়ে টাকা চায়। এ সময় জুয়েল টাকা দিতে পারেনি। এ নিয়ে ঈদের দিন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ১৮ অক্টোবর রায়হান জুয়েলের সঙ্গে দেখা করে ফেনসিডিলের মূল্য পরিশোধের জন্য চাপ দেয়। ওইদিন রাতে জুয়েল টাকা দেওয়ার কথা বলে রায়হানকে এমসি কলেজ অডিটরিয়ামের ছাদে নিয়ে যায়। সেখানে সহযোগীদের নিয়ে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে রায়হানকে খুন করে জুয়েল। পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.