ক্রিমিয়াকে রাশিয়া ফেডারেশনের অংশ করার চুক্তি ও আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রাশিয়ার পার্লামেন্টের উচ্চ পরিষদে এ সংক্রান্ত বিল পাস হওয়ার পরই পুতিন তাতে স্বাক্ষর করেন। অন্যদিকে ক্রিমিয়া সংকটে ইউক্রেনের পাশে দাঁড়াতে ও দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নে নতুন একটি চুক্তিতে সই করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তারা চুক্তিটি স্বাক্ষর করেন। গতকাল রাশিয়ার পার্লামেন্টের উচ্চ পরিষদের ১৫৫ জন সিনেট সদস্যই পার্লামেন্টে উপস্থিত ছিলেন। তারা ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার আইনে পুরো সমর্থন করেন। এ চুক্তির ফলে রাশিয়াকে এখন দুটো প্রশাসনিক ইউনিটের সৃষ্টি করতে হচ্ছে। যার একটি দেখভাল করবে ক্রিমিয়াকে।
এদিকে এ চুক্তির পরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাব দিয়েছে রাশিয়া। তারাও যুক্তরাষ্ট্র ও ইইউয়ের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার যে কয়েকজন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার মধ্যে প্রেসিডেন্ট ভ্ললাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠজনদেরই নাম রয়েছে।
এ ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাশিয়ার হুমকির কারণে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শাস্তিস্বরূপ রাশিয়ার অর্থনৈতিক চালিকাশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের নয়জন ব্যক্তিকে ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নয়জনের মধ্যে আছেন কংগ্রেসের সিনিয়র সদস্য হ্যারি রেইড, জন বোয়েনার ও জন মেককেইন। এ ছাড়া ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেঞ্জামিন রোডসও আছেন নিষেধাজ্ঞার তালিকায়। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।