প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন গতকাল জাতীয় সংসদে বলেছেন, বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ তিন হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি সরকারিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের অধিবেশন প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জাতীয় সংসদকে জানান, সরকার এ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩ হাজার ৩০৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করেছে।
ঢাকা শহরে ভিক্ষুক ১০ হাজার : ঢাকা শহরে প্রকৃত ভিক্ষুকের সঠিক পরিসংখ্যান দিতে না পারলেও সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, পাইলটিং হিসেবে ২০১১ সালে ঢাকা মহানগরীর ১০টি জোনে ১০ হাজার ভিক্ষুকের ওপর জরিপ পরিচালনা করা হয়েছে। ভিক্ষাবৃত্তিমুক্ত এলাকায় অভিযান পরিচালনার জন্য সমাজকল্যাণ অধিদফতরের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা গত ২১ জুলাই পুনরুজ্জীবিত করা হয়েছে।
চুক্তির মেয়াদ নবায়নের প্রক্রিয়া চলছে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ নবায়নের প্রক্রিয়া চলছে। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলবৎ ছিল। এ ছাড়া বেলারুশ, ভারত, মরক্কো, দক্ষিণ কোরিয়া, চীনের সঙ্গে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতামূলক চুক্তি রয়েছে। এ চুক্তির মাধ্যমে উভয়পক্ষের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, অবকাঠামো শক্তিশালীকরণ ও দুই দেশের সামর্থ্য বৃদ্ধির সুযোগ রয়েছে।
ফেল করার জন্য এটাই যথেষ্ট : সরকারদলীয় এমপি মতিউর রহমান বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির টাকা বরাদ্দ প্রদানে সরকারের গড়িমসিই আগামী নির্বাচনে আওয়ামী লীগের ফেল করার জন্য যথেষ্ট। শেষ বয়সে এখন মান-ইজ্জত রক্ষা করতে পারব কিনা জানি না। অবিলম্বে বরাদ্দ দেওয়া হবে কিনা তিনি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি শীঘ্রই বরাদ্দ প্রদান করা হবে এবং আল্লাহ চাহে তো মান-ইজ্জত রক্ষা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।