আমাদের কথা খুঁজে নিন

   

৩০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার

দেশের ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ। গতকাল সংগঠনের এক বৈঠক শেষে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের ২৩৯তম বৈঠকে ৩৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সম্ভাব্য তারিখগুলো হলো : ঢাবিতে ক-ইউনিটের পরীক্ষা ২২ নভেম্বর, খ-ইউনিট ৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর ও চ-ইউনিট ২৩ নভেম্বর, বাকৃবিতে ৯ নভেম্বর, শেকৃবিতে ২৯ নভেম্বর, রাবিতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর, জাবিতে ২ থেকে ৯ নভেম্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৬ থেকে ২১ নভেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ৩০ নভেম্বর, জবিতে ক-ইউনিট ২২ নভেম্বর, খ-ইউনিট ০৮ নভেম্বর, গ-ইউনিট ১৫ নভেম্বর, ঘ-ইউনিট ১ নভেম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ১ ডিসেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ থেকে ২৭ অক্টোবর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৬ ডিসেম্বর, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৪ ডিসেম্বর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২ নভেম্বর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৬ নভেম্বর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২৩ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ৭ ডিসেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৭ নভেম্বর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১ থেকে ৪ নভেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২৮ থেকে ২৯ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৪ ও ১৫ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৩ ডিসেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ১১ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৯ ও ৩০ নভেম্বর, বাংলাদেশ টেঙ্টাইল বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৭ ও ২৮ নভেম্বর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদ ছাড়া অন্যান্য অনুষদের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়। এ ছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। উপাচার্য পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯ জন উপাচার্য উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.