তিন দফা দাবি বাস্তবায়নে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ৪৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি আবদুর রশিদ জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে সরকার তাদের দাবি বাস্তবায়ন না করলে পর দিন থেকে সারা দেশের মতো নীলফামারীর সব স্কুলে তালা ঝুলানো হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ, প্রধান শিক্ষকের বেতন স্কেলের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের দাবিতে দীর্ঘদিন থেকে শিক্ষকরা আন্দোলন করে আসছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।