আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি মামলায় প্রকৌশলীর বিরুদ্ধে চার্

অবৈধ সম্পদ অর্জন মামলায় পিরোজপুর বিদ্যুতের আবাসিক প্রকৌশলী শফিকুর রহমান খানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজেদ আলী গাজী কোতোয়ালি থানায় এই অভিযোগপত্র জমা দেন। জানা যায়, ২০১১ সালে নগরীর বগুড়া রোডের বাসিন্দা শফিকুর রহমানের বিরুদ্ধে বরিশাল দুর্নীতি দমনে অভিযোগ দেওয়া হয়। তিনি ওই সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ওই অভিযোগের ভিত্তিতে তার সম্পদের হিসাব জানতে চেয়ে নোটিস দেয় বরিশাল দুদক। কিন্তু দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি তথ্য গোপন করেন। এ কারণে বরিশাল দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় শফিকুরের বিরুদ্ধে ২৯ লাখ ৬৬ হাজার ৫২৭ টাকার সম্পদের তথ্য গোপন ও ২৯ লাখ ৪৪ হাজার ২১৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। জামিনে থাকা প্রকৌশলী শফিকুর রহমান খান বর্তমানে পিরোজপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগে কর্মরত আছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.