বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও গতকাল রাজধানীতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সিএমএম কোর্ট প্রাঙ্গণ ও পুলিশ সুপার কার্যালয়ের ছাদেও ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেলের আঘাতে পুরান ঢাকায় আবদুর রহমান বেপারী (৪২) নামে এক রংমিস্ত্রির একটি চোখ নষ্ট হয়ে গেছে।
আগের দিনের চেয়ে রাজধানীর সড়কে যানবাহন চলাচল বেশি ছিল। লেনদেন বাড়লেও ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিলের দিলকুশা ও আশপাশের এলাকায় গ্রাহক উপস্থিতি ছিল তুলনামূলক কম।
টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল রাত ৮টা পর্যন্ত ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত সন্দেহে পুলিশ ও র্যাব ১২০ জনকে আটক করে। তাদের মধ্যে সাতজনকে এক বছর, ১১ জনকে ছয় মাস এবং দুজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোর সাড়ে ৪টার দিকে সাতরাস্তার মোড়ে একটি ট্রাকে অগি্নসংযোগ করা হয়। সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজারে তিনটি ককটেলের বিস্ফোরণ হয়।
৮টার দিকে টিসিবি ভবনের সামনে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁও থানা পুলিশ এ সময় ককটেলসহ দুজনকে আটক করে।
ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর দনিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় পিকেটাররা। তারা সেখানে বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
সাড়ে ৭টার দিকে মিরপুর ১১ নম্বর কালশি রোডের মাথায় হরতাল-সমর্থকরা মিছিলের চেষ্টা করে। সেখান থেকে দুজনকে আটক করে পল্লবী থানা পুলিশ। এর আগে সাড়ে ৬টার দিকে কালশি রোডে ২২তলা ভবনের সামনে হরতাল-সমর্থকরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা ওই ভবনের সামনে একটি কাভার্ড ভ্যানে আগুনও দেয়। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
একই সময়ে মিরপুর ১০ নম্বর ডিজি ল্যাবের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সেখান থেকে একজনসহ ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বেলা ১১টার দিকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে ককটেল বিস্ফোরণে আহত হন রংমিস্ত্রি আবদুর রহমান বেপারী ও নূর ইসলাম। আবদুর রহমানের বাম চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আল মাহমুদ লেমন। রংমিস্ত্রি নূর ইসলামকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, এ ঘটনায় সোহেল নামে এক পিকেটারকে আটক করা হয়েছে। একই সময়ে ধোলাইখাল মোড়ে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান যুবদল কর্মীরা। এর আগে সকাল সোয়া ১০টায় আহসান মঞ্জিলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বেলা ৩টার দিকে মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) সামনে পরপর ছয়টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অজ্ঞাত কিছু লোক। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি শাহ আলম বলেন, 'কাউকে আটক করা যায়নি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ' বিকাল ৪টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত পৌনে ৮টায় গুলশান দুই নম্বর গোল চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে গুলশান-১ এর আট নম্বর সড়কের সামনে ছাত্রদল নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে গ্রিন রোডে সরকারদলীয় এমপি ফজলে নূর তাপসের অফিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসার সামনে পরপর ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। বেলা ১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের মূল ফটকের সামনে ককটেল ফাটানো হয়।
দুই যুবক একটি মোটরসাইকেলে এসে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একই সময়ে চানখাঁরপুল এলাকায় মোমিন সুইটমিট দোকানের ভেতর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দোকানের কর্মচারী সবুজ (২০) আহত হলে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা দেড়টার দিকে গুলিস্তান আনন্দবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।
রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে, ঢাবিতে ছাত্রদলের মিছিল : সকাল পৌনে ৬টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে একটি মিছিল বের করা হয়।
পুলিশ প্রহরা থাকলেও তারা ওই মিছিলে বাধা দেয়নি। সন্ধ্যার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম ফিরোজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন থেকে মিছিলটি টিএসসির দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে এটি ঢাকা মেডিকেল কলেজের জরুবি বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।