বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানো অভিযোগের তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)। তদন্ত এখন শেষ পর্যায়ে। তাই অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ম্যাচ পাতানোর বিষয়টি আকসুর তদন্তাধীন। তাদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য না করাই ভালো।
”
“প্রতিবেদনে কিছু পাওয়া গেলে ট্রাইব্যুনাল গঠন করা হবে। দোষী প্রমাণিত হলে ট্রাইব্যুনালই শাস্তি নির্ধারণ করবে। ”
নিজামউদ্দিন আরো জানান, গত বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ায় বিসিবির ক্রিকেটার ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতি বিরোধী নীতিমালা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করা হবে।
নীতিমালার পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, বিসিবির নির্বাহী বোর্ড সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবে।
প্যানেলের চেয়ারম্যান অন্তত ১০ জনকে নিয়োগ দিয়ে প্যানেল পূর্ণ করবেন।
তাদের তিনজন হবেন সুপ্রিম কোর্ট অথবা জেলা আদালতের সাবেক বিচারপতি। তিন জন সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তি এবং বাকি চারজন ক্রিকেট বিশেষজ্ঞ।
অভিযুক্তের পূর্ণাঙ্গ শুনানি শেষে লিখিত রায় দেবে ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও রয়েছে নীতিমালায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।