আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

১. কিসের ভেদে ভাষার রূপভেদ দেখা যায়?

ক. দেশ ও কালভেদে

খ. দেশ ও সমাজভেদে

গ. কাল ও পরিবেশভেদে

ঘ. দেশ, কাল ও সমাজভেদে

২. 'নিরীহ' শব্দের বিপরীত শব্দ কোন্টি?

ক. কঠিন খ. অঘটন গ. গরম ঘ. দুর্দান্ত

৩. ব্যঞ্জনবর্ণের 'ফলা' চিহ্ন কয়টি?

ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

৪. ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি?

ক. দিল্লীশ্বর খ. রবীন্দ্র

গ. পরীক্ষা ঘ. অতীত

৫. 'বোন পো' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. বোনের মেয়ে খ. বোনের নাতনি

গ. বোনের বান্ধবী ঘ. বোন ঝি

৬. প্রযোজক ধাতুর অপর নাম কি?

ক. নাম ধাতু খ. সংযোগমূলক ধাতু

গ. ণিজন্ত ধাতু ঘ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

৭. 'দুই আর দুইয়ে চার হয়'_ এটি কোন কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত বর্তমান খ. পুরাঘটিত বর্তমান

গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত অতীত

৮. 'যা-তা' শব্দটি কোন সর্বনামের উদাহরণ?

ক. সাকল্যবাচক খ. সাপেক্ষ

গ. নির্দেশক ঘ. আত্দবাচক

৯. শব্দের শেষে 'ইকা' প্রত্যয় যোগ করে গঠিত নয় কোন শব্দটি?

ক. আধুনিকা খ. লেখিকা

গ. অধ্যাপিকা ঘ. সেবিকা

১০. পুরুষবাচক শব্দের শেষে 'তা' থাকলে কী হয়?

ক. তি খ. তী গ. ত্রী ঘ. ন্তী

১১. একটি সার্থক বাক্যের কোন তিনটি গুণ থাকা দরকার?

ক. ধ্বনি, বর্ণ ও অক্ষর

খ. উদ্দেশ্য, বিধেয় ও কর্ম

গ. কর্তা, কর্ম, ক্রিয়া

ঘ. আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসত্তি

১২. বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে_ এটি কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য খ. জটিল বাক্য

গ. মিশ্র বাক্য ঘ. যৌগিক বাক্য

১৩. মৌলিক ধাতুর অপর নাম কী?

ক. নাম ধাতু খ. সংযোগমূলক ধাতু

গ. ণিজন্ত ধাতু ঘ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

১৪. কয়টি কালে অনুজ্ঞা ব্যবহার হয়?

ক. একটি কালে খ. দুটি কালে

গ. তিনটি কালে ঘ. চারটি কালে

১৫. দুই দিকে অপ যার_ এ বাক্যের সমস্ত পদ কোনটি?

ক. দ্বীপ খ. বদ্বীপ গ. নদী ঘ. সাগর

১৬. 'দেশি' কোন ধরনের শব্দ?

ক. তৎসম খ. অর্ধ তৎসম

গ. দেশি শব্দ ঘ. বিদেশি শব্দ

১৭. প্রতিটি বাক্যের অংশ কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

১৮. একটি সার্থক বাক্যের কোন তিনটি গুণ থাকা দরকার?

ক. ধ্বনি, বর্ণ ও অক্ষর

খ. উদ্দেশ্য বিধেয় ও কর্ম

গ. কর্তা, কর্ম, ক্রিয়া

ঘ. আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসত্তি

১৯. সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

২০. 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?

ক. মিথ্যা শোক খ. একমাত্র সন্তান

গ. প্রাচীন ব্যক্তি ঘ. ভীতু ব্যক্তি

[উত্তরমালা আগামীকাল দেখুন]

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.