১. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
(ক) সারাংশ লিখ :
কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে, তেমনভাবে জন্ম নেয় ভাষা। না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এদেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত।
মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।
(খ) সারমর্ম লিখ :
সাম্যের গান গাই_
আমার চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এলো পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগি্ন ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
২. ভাবসম্প্রসারণ কর (যে কোনো একটি) : ৫
ক. বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।
খ. এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
৩. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
ক. 'বাংলা নববর্ষ' সম্বন্ধে অনধিক ১২০ শব্দের একটি অনুচ্ছেদ লিখ।
খ. অনুধাবন শক্তি পরীক্ষা :
স্পন্দন, প্রতীতি, প্রান্ত, হিমেল, বর্ণ, প্রাপ্তি শীতের ছুটিতে জগৎপট্টিতে বেড়াতে গিয়েছে। ওরা সবাই এলাকাটি ঘুরে ঘুরে দেখল। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি বাজার আছে।
এলাকার অধিকাংশ মানুষই শিক্ষিত। কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়সহ নানা পেশার মানুষ সেখানে বসবাস করে। বেশ কিছু লোক জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ নানা দেশে চাকরি নিয়েছে। এলাকার জনগণ মোটামুটি সচ্ছল। বৈদেশিক অর্থ লেনদেনের জন্য ওখানে বেশ কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।
কোনো কোনো বাড়িতে ফুলের বাগান রয়েছে। জগৎপট্টি বাংলাদেশের একটি আদর্শ গ্রামীণ এলাকা।
১. 'প্রতীতি' শব্দের অর্থ কী?
২. কৃষিজীবী কারা?
৩. 'স্পন্দন' শব্দের তিনটি প্রতিশব্দ দিয়ে বাক্য তৈরি কর।
৪. তোমার এলাকার সঙ্গে জগৎপট্টির সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লেখ।
৪. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫
ক. মনে কর, তোমার নাম নিবিড়।
তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ।
খ. মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্প্রতি তোমার বাবার বদলি হয়েছে।
তাই তোমাকেও তার সঙ্গে চলে যেতে হবে। এ জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদনপত্র রচনা কর।
৫. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ১০
ক. অধ্যবসায় (সূচনা, অধ্যবসায়ের প্রয়োজনীয়তা, ছাত্রজীবনে অধ্যবসায়, অধ্যবসায়ের উদাহরণ, উপসংহার)
খ. স্বদেশপ্রেম (সূচনা, স্বদেশপ্রেমের স্বরূপ, ছাত্রজীবনে স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, উপসংহার)
গ. দৈনন্দিন জীবনে বিজ্ঞান (সূচনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, গ্রামীণ ও শহর জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, উপসংহার)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।