বুধবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বিপ্লব ৬-৩, ৪-৬, ৭-৬ গেমে চাইনিজ তাইপের লিউ ইয়াংকে, জামিল ৬-১, ৬-৩ গেমে ভারতের জাফর জাভেদকে ও আখতার ৬-২, ৬-৪ গেমে কানাডার নেইলস মইসনকে হারিয়েছেন।
তবে বালক বিভাগে বাকি চার বাংলাদেশি হেরে গেছেন।
ইন্দোনেশিয়ার ছায়াপুত্রা ৬-১, ৬-১ গেমে মাহিন রেজা খানকে, চাইনিজ তাইপের কাও চ্যাং সান ৬-০, ৬-১ গেমে সালিম সাদমানকে, মেক্সিকোর আভিলা জন পল ৬-০, ৬-০ গেমে আহসান হাবিবকে ও ভারতের রিচি আগারওয়াল ৬-০, ৬-১ গেমে আহমেদ রাকিব অতুলকে হারিয়েছেন।
বালিকা এককে বাংলাদেশের তিন জনই হেরে গেছেন। চাইনিজ তাইপের লি ইয়াং ৬-০, ৬-১ গেমে মৌমিতা জান্নাতকে, ভারতের সাই সিভানি ৬-১, ৬-১ গেমে রেবেকা সুলতানাকে এবং ভারতেরই রামান ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের নাদিয়া ইসলামকে হারিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।