আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জের শোয়াইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরল হক চৌধুরীর বাড়ির কাজের লোক আবুল কাশেম হত্যা মামলায় ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এরমধ্যে ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- মজিবর রহমান, রতন, সাইফুল ইসলাম, শাহজাহান, নূর মিয়া ও জাহাঙ্গীর।

মামলার বিবরণে প্রকাশ, পূর্বশত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৫ মে সাজাপ্রাপ্ত আসামিরা নূরুল হকের বাড়ি ঘেরাও করে সবার ওপর সশস্ত্র হামলা চালালে আবুল কাশেম নিহত ও অন্যরা আহত হন। ওই দিনই নুরুল হক বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ৫৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.