নেত্রকোনার মোহনগঞ্জের শোয়াইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরল হক চৌধুরীর বাড়ির কাজের লোক আবুল কাশেম হত্যা মামলায় ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এরমধ্যে ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- মজিবর রহমান, রতন, সাইফুল ইসলাম, শাহজাহান, নূর মিয়া ও জাহাঙ্গীর।
মামলার বিবরণে প্রকাশ, পূর্বশত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৫ মে সাজাপ্রাপ্ত আসামিরা নূরুল হকের বাড়ি ঘেরাও করে সবার ওপর সশস্ত্র হামলা চালালে আবুল কাশেম নিহত ও অন্যরা আহত হন। ওই দিনই নুরুল হক বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ৫৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।