চাঁদপুরে চোখের চিকিৎসা করতে এসে প্রাণ গেল বৃদ্ধের। তিনি শহরে চোখের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তাছাড়া মাদারীপুরে মাইক্রোবাস চাপায় শিক্ষার্থী, শিবগঞ্জে ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী, ঝিনাইদহে পাথরবোঝাই ট্রাক উল্টে শ্রমিক, গাইবান্ধায় মুয়াজ্জিন এবং শেরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা চার এইচএসসি পরীক্ষার্থী। এর মধ্যে একজন পরীক্ষায় অংশ নিতে পারেননি। চাঁদপুর : চাঁদপুর শহরের বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় আমীর হোসেন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধের স্ত্রী জানান, মতলব দক্ষিণ উপজেলার কাশেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে চোখের চিকিৎসার জন্য চাঁদপুরে আসেন। মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় মাইক্রোবাসের চাপায় স্বর্ণা আক্তার (১০) নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে বালুভর্তি ট্রাক্টরের চাপায় আতাউর রহমান (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঝিনাইদহ : সদর উপজেলার সাগান্না গ্রামের শুঁটকি দোয়া নামক স্থানে বুধবার রাতে পাথরবোঝাই ট্রাক উল্টে আজাদ (৩০) নামে এক শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। গাইবান্ধা : সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৌলভী মো. কেরামত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কেরামত স্থানীয় দারিয়াপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন। শেরপুর : শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। মোটরসাইকেল চালক মিলন (২০) ঘটনাস্থলেই নিহত ও পরীক্ষা দিতে আসা সিএনজিতে থাকা চার পরীক্ষার্থী গুরুতর আহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।