আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৪৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, ঝিনাইদহ, পটুয়াখালীর কলাপাড়া, হবিগঞ্জে চারজন নিহত ও আহত হয়েছেন ১৮ জন।

টাঙ্গাইল : জেলা সদর ও এলেঙ্গায় দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন আম্বিয়া খাতুন ও আরিফ। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম : ঢাকা ইডেন কলেজের পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নুরুল আবছার নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নুরুল পিকআপ ভ্যান চালক। সাতকানিয়ার জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ : সদর উপজেলার কালালক্ষ্মীপুরে শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় সহদেব কুমার কুণ্ডু নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। কলাপাড়া : উপজেলার হলদিবাড়িয়ায় দুর্ঘটনায় পর্যটক নজরুল ইসলাম নিহত ও তিনজন আহত হয়েছেন। কুয়াকাটা থেকে বাড়িফেরার পথে শনিবার রাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হবিগঞ্জ : বাহুবলের শেওড়াতলি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মাহাদির মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.