আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত ৬ আহত ৪০

কুমিল্লায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে প্রাথমিক সমাপনী পরীক্ষর্থীসহ দুজন এবং নারায়ণগঞ্জে পিকআপের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। চট্টগ্রাম, ফরিদপুরের ভাঙ্গা ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এছাড়া গাজীপুরে দুই বাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আলেখারচরে গতকাল বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে পিএসসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষার্থী ও তার চাচাতো বোন নিহত হয়েছে। হাইওয়ে ময়নামতি থানার ওসি জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কোটবাড়ি আলমপুরগামী একটি অটোরিকশার সঙ্গে ও ক্যান্টনমেন্টগামী বাসের সংঘর্ষ হয়। চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার চাতরি চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে একজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে ও আটজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ : পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি জানান, রাত সাড়ে ১০টায় মহাসড়কে দায়িত্বরত অবস্থায় হাবিবকে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত দেড়টায় তিনি মারা যান। ভাঙ্গা : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার কৈডুবী নামক স্থানে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিরোদ বৈদ্য নামে একজন নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের রাজৈরের কমলাপুর গ্রামের পাষাণ বৈদ্যের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। কুড়িগ্রাম : শ্যালোচালিত ট্রলি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক শাহিন নিহত হয়েছেন। জেলা শহরের ডাকুয়াপাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর : গতকাল কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.