নির্দলীয় অথবা সর্বদলীয় যাই হোক নির্বাচনকালীন সরকার প্রধান প্রশ্নে শেখ হাসিনাকে ছাড় দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
আজ শুক্রবার বিকেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া গ্রামে জামিলা খাতুন ট্রাস্ট আয়োজিত একটি বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ছাড় দিয়েছেন। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াও এগিয়ে এসেছেন। এখন দু'জনকেই দেশ ও জাতির স্বার্থে আর একটু ছাড় দেয়া উচিত। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ছাড় দেয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।