আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস পুঞ্জঃ ১

চিত্ত যেথা ভয়শূন্য ফইটকা, জমিদার বাড়ির জমিজমা চাষবাস করে। পাড়াগাঁয়ের তুলনাতেও শত্রুর মুখে ছাই দিয়ে তার আহারের পরিমান কিঞ্চিৎ বেশী। ফইটকা এবং তার অন্নদাতৃ কেউ জানেনা কখন ও খাওয়া থামাবে। খেতে বসে ফইটকা একটু পর পর একটা কথাই বলে। -আর চাইড্ড্যা বাত দ্যান।

ফইটকার দাঁড়ি কমা হীন অন্নগ্রহনে পেটটা একটু একটু করে উঁচু হয়ে থেকে উঠতে থাকে। ওর কোমরে দড়ি দিয়ে বাঁধা থাকে একটা চাবি। পেট ফুলতে ফুলতে কোমরের দড়িতে টান লাগে, সেই টানে দড়িতে বাঁধা চাবিটিও মাটির সাথে সমান্তরাল ভাবে খাড়া হয়ে সোজা দাড়িয়ে পড়ে। ভাত খেতে খেতে ফইটকা চাবির দিকে নজর রাখে। চাবি দাড়িয়ে পড়লে ফইটকা ঘোষণা করে- -আর বাত দিয়েন না গো, চাবি খাড়াইছে।

চাবিটি হচ্ছে ফইটকার উদরপূর্তির ইনডিকেটর। ছাগুরা কাঁঠাল পাতা মনে করে যেভাবে আমার স্ট্যাটাস খাচ্ছে। ওদের কোমরে একটা চাবি বেঁধে দেয়া হোক। আমরা নিশ্চয় একসময় ওদের চিক্কুর শুনতে পাবো। -আর স্ট্যাটাস পোস্টাইয়েন না কত্তা, চাবি খাড়াইছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.