আমাদের কথা খুঁজে নিন

   

'বর্তমান নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্÷

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দলীয় সরকারের নিযুক্ত পক্ষপাতদুষ্ট বর্তমান নির্বাচন কমিশনকে দেশের জনগণ বিশ্বাস করে না। বর্তমান নির্বাচন কমিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই। গতকাল এক বিবৃতিতে রফিকুল ইসলাম আরও বলেন, সরকার তার মনোনীত নির্বাচন কমিশন দিয়ে প্রহসনের নির্বাচন করার যে নাটক শুরু করেছে তা দেশের জনগণ প্রতিহত করবে। ১৮ দল ঘোষিত আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দলের সব নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার একদিকে আলোচনা ও সংলাপের কথা বলছে, অন্যদিকে আবার বলছে সংবিধানের বাইরে যাবে না। সরকার সংলাপ, সমঝোতা ও আলোচনার কথা বলে বেড়াচ্ছে তার মধ্যে কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশেই লোক-দেখানো সংলাপ ও আলোচনার কথা বলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.