আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার

পুলিশ বলছে, সব ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে তারা সতর্ক।
রোববার সকালে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করবে।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া আগের রায়ের দিনগুলোর মতো এদিন হাইকোর্ট এলাকার সবগুলো প্রবেশপথে পুলিশের ব্যারিকেড চোখে পড়েনি। হরতাল না থাকায় বিশৃঙ্খলা এড়াতে কেবল দোয়েল চত্বর ও হাইকোর্টের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে।
পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন,  “আমরা প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।


সকালে ট্রাইব্যুনালের আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাব মোড়, বঙ্গবাজার ও সচিবালয় সংলগ্ন সড়কগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য যানজটও দেখা যায়।
ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে পুলিশ। হাইকোর্টে যারা প্রবেশ করছেন বা করতে চাইছেন- তাদের জিজ্ঞাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
কাছেই অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.