আমাদের কথা খুঁজে নিন

   

মিশরের সেনাপ্রধানের অডিও স্ক্যান্ডাল ফাঁস

মিশরের সেনাশাসিত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, মিশরের সেনাবাহিনীকে যাতে কেউ ‘নষ্ট’ করতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। নতুন সংবিধানে সেনাবাহিনীকে সুরক্ষা ও দায়মুক্তি দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা গতকাল শনিবার রাতে এ খবর জানিয়েছে।

সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া দুটি অডিও স্ক্যান্ডাল থেকে এ কথা জানা গেছে। অডিও দুটিতে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসির বক্তব্য রয়েছে।

এদিকে, আল জাজিরা জানিয়েছে অডিও দুটি এখন তাদের জিম্মায় রয়েছে। গত শুক্রবার অডিও দুটি প্রথমবারের মতো ফাঁস করে ‘রাশদ নেটওয়ার্ক’।

রাশদ নেটওয়ার্ক জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে মিশরের আল-মাসরি আল-ইয়ুম নামের দৈনিক পত্রিকার এডিটর-ইন-চিফকে দেয়া এক সাক্ষাৎকারে চমকপ্রদ কথা বলেছেন সেনাপ্রধান সিসি। কয়েক সপ্তাহ আগে রেকর্ড করা অডিও দুটি অত্যন্ত গোপনীয় ছিল বলে জানিয়েছে রাশদ নেটওয়ার্ক।   

একটি অডিওতে সিসি বলেছেন, “এই প্রতিষ্ঠানটিকে (সেনাবাহিনী) আপনার সুরক্ষা দিতে হবে।

এই সুরক্ষা আবদেল ফাত্তাহ’র জন্যে নয়, বরং পুরো প্রতিষ্ঠানের (সেনাবাহিনী) জন্য। সাম্প্রতিক পরিস্থিতির আলোকে সেনাবাহিনী মিশরের মেরুদণ্ডের ভূমিকা পালন করছে। তাই এই ট্রানজিশনাল সময়ে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে সংবিধানে অবশ্যই বিবেচনায় রাখা উচিত। ”

আরেকটি অডিওটিতে সিসি বলেন, “এই প্রতিষ্ঠানকে (সেনাবাহিনী) অবশ্যই সুরক্ষা দিতে হবে, কেননা দেশের জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনীর জন্যে এই সুরক্ষা আগামী ১৫ বছরের জন্য নিশ্চিত করা হচ্ছে, যাতে করে পরবর্তীতে ইসলামপন্থী, লিবারেল বা সেক্যুলার যারাই ক্ষমতায় আসুক সেনাবাহিনীর ব্যাপারে যাতে কেউ নাক গলাতে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।