যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সামরিক সহায়তা গ্রহণের নায্যতা প্রমাণের জন্য বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ করা ইসরায়েলের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তেলআবিব সরকারের সামনে এখন প্রমাণ করার প্রশ্ন এসেছে যে, মধ্যপ্রাচ্যে সে-ই যুক্তরাষ্ট্রের সত্যিকারের গুরুত্বপূর্ণ মিত্র। এই যুদ্ধ এখন ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন হয়ে পড়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন বিশ্লেষক ব্রায়ান বেকার।
বেকার বলেন, যুক্তরাষ্ট্র মনে করে মধ্যপ্রাচ্যে তার একটি পুলিশি শক্তি দরকার, যে তার হয়ে কাজ করবে এবং মিসর ও সিরিয়ায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল সেই কাজটিই করেছে। এ ছাড়া জাতিসংঘ প্রস্তাবের তোয়াক্কা না করে ইসরায়েল গাজা ও পশ্চিমতীরে আগ্রাসন অব্যাহত রেখেছে। এই মার্কিন বিশ্লেষক আরও বলেন, যুক্তরাষ্ট্র আড়াই বছর ধরে মধ্যপ্রাচ্যে নতুন করে 'প্রঙ্ িফোর্স' বা 'প্রতিনিধিত্বকারী শক্তি' হিসেবে সৌদি আরব, কাতার ও তুরস্ককে ব্যবহার করছে। এদের মাধ্যমে দেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। বেকার বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বরং তারা শান্তিকে ভয় পায়। যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যকে শান্ত হতে এবং এ অঞ্চলের জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না। আল জাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।