বগুড়ার আদমদীঘি উপজেলার সুদিন মাসকাটা পাড়ার গোলাম রাব্বানীর মেয়ে রিমা (দেড় বছর) ও প্রতিবেশী আব্দুল ওয়াহেদের ছেলে সাবি্বর (দেড় বছর) বিকালে বাড়ির পাশে রেল লাইনের কাছে খেলা করছিল। এ সময় লালমনিরহাট আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রিমার মৃত্যু হয়। আহত সাবি্বরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। অপরদিকে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তালোড়া রেলস্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা কমেলা বেগম (৬০) নিহত হয়েছেন। সে একই উপজেলার দেবখন্ড গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী। নিহত হওয়ার ঘটনায় রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে রেলের ধাক্কায় ভটভটিচালক নিহত : সকালে জেলার নাচোল রেলক্রসিংয়ে রেলের ধাক্কায় সফিকুল ইসলাম (৪০) নামে এক ভটভটিচালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোবরাতলা গ্রামের ভুলু মেম্বারের ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।