আমাদের কথা খুঁজে নিন

   

জামিন পেলেন লালু প্রসাদ

পশুখাদ্য কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি ভারতের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তথা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিমকোর্ট।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আপিল করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালু প্রসাদ যাদব। আরজেডি এবং কংগ্রেস দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে।

লালুর স্ত্রী তথা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, আইনের ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল। লালুর এই জামিন দলের কাছে স্বস্তির বিষয় বলে উল্লেখ করেন রাবড়ী দেবী।

ওই মামলায় গত ৩০ সেপ্টেম্বর লালুসহ ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত। তারপর থেকেই লালুর ঠাঁই হয় রাঁচির বীরসা মুণ্ডা সেন্ট্রাল জেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.