আমাদের কথা খুঁজে নিন

   

সাইজ জিরোর আইপ্যাড এয়ার

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সব কিছু পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের কারণে আইপ্যাড এখন আরও তন্বী! নামেই বলা আছে গুণ। 'আইপ্যাড এয়ার'। অ্যাপল কর্তাদের দাবি, তাদের পরিবারের এই নবীনতম সদস্যটি পুরনো সব ট্যাবলেট থেকে অনেক হালকা এবং পাতলা। এমনকি বাহ্যিক ডিজাইনও আকর্ষণীয়। অর্থাৎ হাতে ধরে কাজ করাটা অনেক বেশি আরামের। সঙ্গে ব্যবহারিক ক্ষেত্রে ছোটখাটো কিছু বদলের ছোঁয়া তো রয়েছেই। 'এয়ার'-এ ভর করে তাই বড়দিনের বাজারে বাজিমাৎ করতে জোরোশোরে লেগেছে টিম কুকের দল। অ্যাপলের পক্ষে জানানো হয়েছে, আগামী মাস থেকেই ১৬ জিবি-র 'আইপ্যাড এয়ার' যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বাজারে সহজলভ্য হবে। আগের আইপ্যাড থেকে ২০% সরু গড়নের নতুন মডেলের ওজন এক পাউন্ড। ৯.৭ ইঞ্চি স্ক্রিনে থাকছে আধুনিক মানের রেটিনা ডিসপ্লে। এই আইপ্যাড এয়ারে কাজ করা যাবে পুরনো আইপ্যাডের চেয়ে দ্বিগুণ গতিতে। গ্রাফিঙ্রে কাজেও গতি বাড়বে ৭২%। সঙ্গে পাঁচ মেগাপিঙ্েেলর ক্যামেরা, ডুয়াল মাইক্রোফোন। মার্কিন ক্রেতাদের জন্য নতুন আইপ্যাডের দাম ৪৯৯ ডলার থেকে শুরু। ব্রিটেনে শুরু ৩৯৯ পাউন্ড থেকে। সম্প্রতি 'এয়ার' ছাড়া আরও কিছু নতুন মডেলের কথা ঘোষণা করেছে অ্যাপল। * ইনফো ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.