আমাদের কথা খুঁজে নিন

   

করোনারী আর্টারি ডিজিস**

বুকে ব্যথা একটা লক্ষণ। এই লক্ষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। হৃৎপিণ্ডের রোগের জন্য যদি বুকে ব্যথা হয় তবে সেই লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের জন্য বুকে ব্যথা হতে পারে। এর মধ্যে অন্যতম ওংপযধবসরপ ঐবধৎঃ উরংবধংব বা ঈড়ৎড়হধৎু অৎঃবৎু উরংবধংব। অপঁঃব গও হৃৎপিণ্ডের একটি কঠিনতম রোগ এই রোগের কারণে রোগীর বুকে তীব্র ব্যথা, বমি সঙ্গে সঙ্গে ঘাম হতে পারে। তবে এই রোগ পুরুষদের ক্ষেত্রে ৪০ ঊধর্্ব ও মহিলাদের ক্ষেত্রে ৪৫ ঊধর্্ব। এই বুক ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে এবং বুক ধড়ফড় করতে পারে। অনেক রোগী আছেন যারা বুকে ব্যথা হলে অবহেলা করে। অহঃধপরফ ঝুৎঁঢ় অথবা ঞধনষবঃ খেয়ে ফেলেন। অনেক রোগী আছেন হাঁটাহাঁটি করলে বুকব্যথা করে এবং বিশ্রাম নিলে বুকব্যথা কমে যায় এ ধরনের লক্ষণের রোগীদের ওংপযধবসরপ ঐবধৎঃ উরংবধংব থাকার সম্ভাবনা অনেক বেশি। অনেকের আবার পেট ভরে খাবার পর বুক ব্যথা হতে পারে। এই রোগীদের ও ওংপযধবসরপ ঐবধৎঃ উরংবধংব থাকার সম্ভাবনা অনেক বেশি। বুক ব্যথার আরও অনেক কারণ আছে এর মধ্যে অড়ৎঃরপ ঝঃবহড়ংরং বলে হৃৎপিণ্ডের ঠধষাব এর এই রোগের জন্য বুকে ব্যথা হতে পারে। জযবঁসধঃরপ ঋবাবৎ থেকে এই রোগ হতে পারে অথবা বয়স বৃদ্ধির সঙ্গে হৃৎপিণ্ডের অড়ৎঃরপ ঠধষাব যদি সরু হয়ে যায় তবে সেই ক্ষেত্রেই অড়ৎঃরপ ঝঃবহড়ংরং হতে পারে। চবৎরপধৎফরঁস নামের হৃৎপিণ্ডের একটা ঈড়াবৎরহম আছে, এই চবৎরপধৎফরঁস-এ যদি কোনো ঠরৎধষ ওহভবপঃরড়হ, ইধপঃবৎরধষ ওহভবপঃরড়হ অথবা ঞঁনবৎপঁষধৎ ওহভবপঃরড়হ এর জন্যও বুকে ব্যথা হতে পারে। এ ছাড়া চহবঁসড়ঃযড়ৎধী নামের ফুসফুসের রোগের জন্যও বুকে ব্যথা হতে পারে। অনেক সময় হঠাৎ করে ঐবধাু ঊীবৎপরংব করার পর, রাতে ঘুমানোর সময় বুকের গঁংপষব ও জরন এর ব্যথার জন্য বুকে ব্যথা হতে পারে। এই ব্যথাটা ক্ষণস্থায়ী এবং চধৎধপবঃধসড়ষ খেলে ধীরে ধীরে কমে যেতে পারে। হৃৎপিণ্ডের রোগের জন্য যদি বুকে ব্যথা হয় তবে কখনোই এই ব্যথাকে অবহেলা করা উচিত নয়। অনেকে আছেন যারা দীর্ঘদিন যাবৎ বুকে ব্যথা অনুভব করে, যখন সিঁড়ি দিয়ে উপরে উঠেন অথবা খাবার পর বুকে ব্যথা অনুভব করেন। এ রোগীদের কখনোই বুকের ব্যথা অবহেলা করতে নেই। এই রোগীগুলো পরবর্তী সময়ে ঝবাবৎব ঐবধৎঃ অঃঃধপশ নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন অথবা বাসাতেই বুকের ব্যথা অনুভব করার পর হাসপাতালে স্থানান্তর করতে করতেই মৃত্যু হতে পারে। তাই বুকে ব্যথাকে অবহেলা করা ঠিক নয়।

লেখক : ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিও-লজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)। ফোন : ০১৫৫২-৪১২৬২৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.