আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি কিশোরগঞ্জ যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন। কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিকালে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে কিশোরগঞ্জ পৌর মেয়র মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কাল বেলা ১১টায় সরকারি গুরুদয়াল কলেজে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এবং পরে জেলা আইনজীবী সমিতি তাকে সংবর্ধনা দেবে। সংবর্ধনা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরে নির্মাণ করা হয়েছে বেশকটি দৃষ্টিনন্দন তোরণ। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তাদের সব প্রস্তুতি সম্পন্ন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.