আমাদের কথা খুঁজে নিন

   

আত্মবিশ্বাসী হওয়াটা গুরুত্বপূর্ণ



আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ এমন youngster খুঁজে পাওয়া মুশকিল যে 3 Idiot মুভিটির সাথে পরিচিত না আর Student হলেতো কথাই নেই, পড়ালেখা যাদের কাছে সবচেয়ে কষ্টের তাদের জন্য give me some sun shine……. এই গানটা খুবই প্রিয়, মুভি দেখার অভ্যাস কিংবা ধৌর্য থাকলে 3 Idiot মুভিটা আর একবার হয়তো দেখতাম, সেটা শেষ মুহুর্তের রোমান্সের জন্য না কিংবা মুত্র বিসর্জনের মত মজার কমেডির জন্য ও না, আরে ভাইয়া All is well এই কথাটির জন্য | কারণ আমার কাছে মনে হয়েছে All is well দারুন একটা কনফিডেন্ট ডায়লগঃ ওয়েস্টার্ন মানুষগুলোও এই দারুন শব্দটা ব্যবহার করে Confidence প্রকাশ করতে | আমিও কিছু করতে পারি, আমার সে সামর্থ আছে, নিজের প্রতি এমন দীর বিশ্বাস থাকাটা শুধু গুরত্বপূর্ণ না খুবই গুরত্বপূর্ণ | অনেক কম জানা লোকও তার আত্মবিশ্বাসের জন্য অনেক এগিয়ে থাকে/ আমি এক তামিল লোককে চিনি, এই লোকটি একটি Financial Organization এর একজন ব্রান্চ ম্যানেজার, সে ইংলিশ কিংবা হিন্দি ভালো বলতে পারে না, যা বলে তা নিতান্তই হাস্যকর,যেমন ধরুন Sharma isn’t here সে এটাকে বলে , Sharma is nothing.তার কাছে Everything She. কম্পউটার, ছেলে -মেয়ে, বস, স্টাফ সবাই তার কাছে She.সে সবাইকে she বলে indicate করে, সব কিছুই ফিউচার টেন্সে, will থাকবেই তার প্রত্যেকটি কোথায়! আর হিন্দি শুনলে পেটে খিল লেগে যাওয়ার মত অবস্থা, মেরা বাত শুনো পেহলে সে বলে মেরা হওয়া শুনো পেহলে কারণ তার কাছে বাত = হওয়া / ঠিক আছে আমি মনে হয় সমালোচনায় ডুবে যাচ্ছি কিন্তু না, আমি কাউকে ছুটো করছিনা আমি বলছি তার আত্মবিশ্বাসের কথা, লোকটি প্রচন্ড চালাক, Body Language খুব ভালো বুঝে, আপনি যে দেশেরই হোননা কেন, আপনি তার কোথায় হাসতে হাসতে মাটিতে পরে গেলেও সে আপনাকে main subject টা বুঝিয়ে দিবে | একটু দেরী হলেও আপনি বুঝতে পারবেন সে কি বলতে চাচ্ছে, আর এ বেপারে সে গিলটি ফীল করে না, হিনমন্যতায়ও ভুগে না, অনুশুচনাও দেখিনাই অন্যের সমালোচনায়, আমাদের দেশে graduate এমনকি post graduate লেভেলের অনেক মানুষও ইংলিশে দুই লাইন বলতে গেলে ঘেমে যায়, IS হবে না ARE হবে, পাশের মানুষ কেমনে হাসবে এমন চিন্তায় স্টুডেন্ট লাইফ শেষ, কিন্তু তামিল এই লোকটি এমন না কারণ সে তার কাছে যা আছে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ! এভাবেই সে সম্মানের পদ নিয়ে টিকে আছে আন্তর্জাতিক লেবেলে| আমি মনে করি, ক্লাস এবং লেভেল এই দুইটা শব্দ আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত | আপনি যে সকল মানুষের সাথে দৈনন্দিন চলাফেরা করবেন আপনার কনফিডেন্স লেভেলটা সেই রকমই হবে কারণ আমরা একে অন্যের দ্বারা খুব সহজে প্রভাবিত / আপনার যদি ভালো ব্যবসায়ী হতে ইচ্ছে করে তাহলে ভালো একজন সফল ব্যবসায়ীকে আপনার বন্ধু বানাতে ভুলবেননা, আপনি যে লেভেলে উঠতে চান সেই লেভেলের মানুষের সঙ্গ আপনাকে অনেক দুর্লভ তথ্য দিবে / বুকে মস্ত বড় Business Tycoon হওয়ার সপ্ন নিয়ে সারাদিন কামারের সাথে থাকলে হয়তো ভালো কামার হওয়া যাবে, বিল গেটস না / আমাদের এমডি যখন আমার সাথে হ্যান্ড শেইক করে গুড মর্নিং বলে, আমি ফীল করি, আমিও তার মত হব ! জনপ্রিয় মানুষের সাথে ছবি তুলে আমরা টাঙ্গিয়ে রাখি যত্ন সহকারে সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, তাই লেভেলটা আমার কাছে গুরত্বপূর্ণ / এটা অহংকারের কথা না এটা আপনার যোগ্যতার সম্মান যা আপনাকে ধরে রাখতে হবে /আপনি আপনার লেভেলে থেকে সবাইকে সব শ্রেনীর মানুষকে ভালোবাসতে পারেন/ এটাই আমার কাছে সুন্দর আত্মবিশ্বাসী জীবন | আবার ভালো নেটওয়ার্কিংটাও আমার কাছে আত্মবিশ্বাসের কারণ বলে মনে হয়, আপনি যে প্রফেসনে আছেন সেই প্রফেসনালদের সাথে আপনার স্ট্রং কানেকসন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে আর যদি নিজ প্রফেসনের বাইরেও অন্য সব প্রফেসনালদের সাথে সু সম্পর্ক রাখতে পারেন তবেতো কথাই নেই, একেবারে সোনায় সোহাগা ! সবার সাথে ভালো একটা সম্পর্ক গড়া এবং তা খুব সুন্দর করে ধরে রাখাটা জরুরি/ এক্ষেত্রে ইন্টারনেট সোসাল ওয়েব সাইটগুলো কাজে লাগানো যায় / পৃথিবীতে আসার আগে মানুষ্ একে অন্যের সাথে পরিচিত হয়ে আসে নাই, এখানে এসেই পরিচিত হয়েছে / মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে হীনমন্যতায় ভোগাটা বোকামি / ভালো সম্পর্কের দ্বারা একটা নিজস্য পরিবার বানানো যেতে পারে, বহু রং আর বহু জাতিক একটা পরিবার, যে পরিবারের মাতোব্বর হবেন আপনি আর আপনার এই মাতব্বরি আপনাকে চাঙ্গা রাখবে করবে আত্মবিশ্বাসী | ভয় কে জয় করার মত দক্ষতা না থাকলে আত্মবিশ্বাসী হওয়া যাবে না | আপনার ভয় আপনার জড়তার কারণ | বড়দের সামনে কথা বলা বেয়াদবি, বড়দের দেখলে দৌড়ে পালানো এমন সব প্রথা আমাদের বহু যুবককে আত্মবিশ্বাসহীন বানিয়ে দিয়েছে | আরব দেশে দেখলাম ছুটো ছুটো ছেলে মেয়েরা পরিচিত বড়দের দেখলে দৌড়ে এসে গ্রিট করে, গালের সাথে গাল লাগিয়ে ভালবাসা প্রকাশ করে, মসজিদের প্রথম কাতারে ছুটোদের পাওয়া যায়, বড়দের সাথে পায়ে পা লাগিয়ে নামাজ পরে | তাকালেই বুঝা যায় কতটা আত্মবিশ্বাসী বাচ্চাগুলো | আপনি আপনার পাশের বাড়ির বড় ভাইয়ের সাথে কথা বলতে যদি ইয়ে ইয়ে মানে মানে করেন তাহলে বিশ্বের সামনে কিভাবে দাড়াবেন ? কোনোকিছুর উদ্যোগ নেয়ার আগেই যদি অনাকাংখিত ক্ষতির আশংখায় আপনার বুক কাপে জীবনে অনেক পিছিয়ে থাকবেন আপনি | আপনি যা ভয়ে করছেননা তা অন্য কেউ করবে, আর আপনি তার সফলতায় আফসোস করবেন কারণ আপনি জীবন সম্পর্কে খুব বেশি ভীত | কথা বলতে হবে আত্মবিশ্বাস নিয়ে যে কোনো মানুষের সামনে, হয় আমি ভুল বলছি না হয় সঠিক বলছি যদি ভুল বলি সেটার কারেকসন হবে, ভয় কিংবা সঙ্কুচের কি আছে যখন আমি জানি আমি কোনো অন্যায় করিনি | শ্রদ্ধা যেন ভয়ের কারণ না হয় | আমরা মানুষ এই পৃথিবীতে আমাদের অধিকার সমান এমন চিন্তা আত্মবিশ্বাসীদের থাকা চাই | কেউ একটু কম জানে কেউ একটু বেশি জানে, কেউ কিছুই জানে না এমন চিন্তা বোকামি, আপনি যে জ্ঞানে জ্ঞানী সেই জ্ঞানের আরেকটি মানুষ দেখলে যদি আপনার বুক কাপে তার মানে আপনার প্রতি আপনার আত্মবিশ্বাস কম | অনেক মানুষ আছে যারা আপনাকে কোন ভাবেই স্বীকৃতি দেবে না, আপনি যদি হিমালয় জয় করেও আসেন বলবে, আরে ওত মাটির টেলা ডাঙ্গাইয়া আসছে ! আপনি যাই করবেন তা তাদের কাছে একেবারেই তুচ্ছ, এমন মানুষদের এড়িয়ে চলতে না পারলে আপনার অনেক মহৎ কাজ ও আপনার নিজের কাছেই তুচ্ছ লাগবে, নিরুতসাহিত করে এমন মানুষ যত কাছেরই হউকনা কেন তা বর্জনীয় |আবার কিছু মানুষ আছে এমন যাদের কথা শুনতে মন চায়, যাদের কাছা কাছি থাকতে ভালো লাগে, দেখলে দৌড়ে কাছে যেতে মন চায় এমন সব মানুষ আপনার অনুপ্রেরণা আর আত্মবিশ্বাসের কারণ হতে পারে, তাদেরকে হারাবেন না | আর নিজেকে ভুলা যাবে না, নিজের প্রতি যথেষ্ট বিশ্বাস রাখতে হবে | আপনি আপনার সম্পর্কে জানেন কাজেই অন্যের সম্দৃদ্ধির দিকে হা করে তাকিয়া সময় নষ্ট করার মত সময় যেন আপনার না থাকে, আপনার যা আছে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান আপনি আপনার জগতে সফল, এবং এটাই আপনার অর্জিত সফলতা |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.