আমাদের কথা খুঁজে নিন

   

হংকং ওপেন জিততে আত্মবিশ্বাসী সিদ্দিকুর

হংকং গলফ ক্লাবে আগামী ৫ থেকে ৮ ডিসেম্বর ১৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টটি হবে।
২৯ বছর বয়স্ক সিদ্দিকুর ক'দিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে গলফের বিশ্বকাপে খেলেছেন। তবে বিশ্বকাপে সেরা ২০ জনের মধ্যে থাকার লক্ষ্যটা পূরণ হয়নি তার। রোববার শেষ হওয়া মর্যাদার এই আসরে যৌথভাবে ৫৫তম হয়েছেন তিনি।
হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর।

ছবি: এশিয়ান ট্যুর তবে এর আগে হিরো ইন্ডিয়ান ওপেন জিতে পেয়েছেন এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা। সিদ্দিকুর চান হংকংয়ে এশিয়ান ট্যুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট জিততে।
হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফি হাতে সিদ্দিকুর। ছবি: এশিয়ান ট্যুর
"এশিয়ান ট্যুরের দুটো টুর্নামেন্ট জেতার পর এ টুর্নামেন্টটি জিততেও পারলে ভালো হবে। কোনো গলফ টুর্নামেন্টে খেলার সময় জেতাই আমার লক্ষ্য থাকে সবসময়।

আমি আশা করছি হংকংয়েও তা পারবো। "
সিদ্দিকুর মনে করেন পাটিং (টোকা মেরে বল হোলে ফেলা) নিখুঁত হলে হংকংয়ে তিনি সাফল্য পাবেনই।
"আমার আরো ভালোভাবে পাট করতে হবে। ভারতে জেতার পর এ মুহূর্তে আমার আত্মবিশ্বাস ভালো। "
হংকংয়ে জিততে হলে সিদ্দিকুরকে চ্যালেঞ্জ জানাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ও ১৯টি ইউরোপিয়ান ট্যুর জেতা স্পেনের মিগেল আনহেল হিমেনেসকে।



টুর্নামেন্টে সিদ্দিকুরকে আরো লড়তে হবে ফিলিপাইনে সম্প্রতি এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জেতা চীনের লিয়াং ওয়েন-চং, চীনের উঠতি তারকা তিয়ান-লাং এবং ভারতের তারকা গলফার অনির্বান লাহিরী ও গগনজিত ভুলারের সঙ্গে।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।