নেতৃত্বের বিরোধের কারণে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। স্থবির হয়ে পড়েছে চেম্বারের কার্যক্রম। উচ্চ আদালতের নির্দেশে ২ অক্টোবরের নির্বাচন স্থগিত হওয়ার পর থেকেই এ অচলাবস্থা দেখা দিয়েছে। চেম্বারের নেতাদের বিরোধের কারণে গত দুই বছর ধরে সিলেটে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। চেম্বারের কর্মকাণ্ডে এই দীর্ঘ স্থবিরতায় হতাশা বিরাজ করছে সিলেটের ব্যবসায়ীদের মধ্যে।
গত বছরের শুরুতে এফবিসিসিআইতে চেম্বার প্রতিনিধি পাঠানো নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন সিলেট চেম্বারের পরিচালকরা। এরপর চেম্বারের নির্বাচনকে ঘিরে এ বিরোধ চরম আকার ধারণ করে। এ অবস্থায় গত বছরের ২ অক্টোবর সিলেট চেম্বারে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনে সাবেক দুই সভাপতি জুন্নুন মাহমুদ খান ও ফারুক আহমদ মিসবাহর নেতৃত্বে যথাক্রমে সিলেট ব্যবসায়ী পরিষদ এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়ন জমাদানের পরপরই জুন্নুন মাহমুদ খান প্যানেলের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন ফারুক আহমদ মিসবাহ।
এরপর উভয় পক্ষই আদালতের আশ্রয় নেন। বর্তমানে এ সংক্রান্ত একটি রিট আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আর চেম্বারের নির্বাচন স্থগিত হওয়ার পর নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এদিকে চেম্বার পরিচালকদের মধ্যে বিরোধের কারণে গত বছর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এ বছরও বাণিজ্যমেলা আয়োজনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এতে চেম্বার আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন। নেতাদের দ্বন্দ্বে চেম্বারের এই অচলাবস্থা নিয়ে সিলেটের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। বিরোধ নিষ্পত্তি করে চেম্বারের কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক সালাউদ্দিন আলী আহমদ বলেন, চেম্বারের অচলাবস্থার কারণে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অচলাবস্থার নিরসন হওয়া প্রয়োজন।
তবে চেম্বার সংক্রান্ত একটি মামলা প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন থাকায় আদালতের নির্দেশনা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ বলেন, গত বছরও সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়নি। এবারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চেম্বারের অচলাবস্থার কারণে ব্যবসায়ীরা নিজেদের সুখ-দুঃখ, দাবি-দাওয়া কারও কাছে জানাতে পারছেন না। ফলে সাধারণ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
এ অচলাবস্থার দ্রুত সমাধান প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।