আমাদের কথা খুঁজে নিন

   

খালেদাকে গ্রেফতারের বিষয়টি ভেবে দেখা হবে : &#

বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতারের পর হরতালের মাধ্যমে দেশব্যাপী আগুন, ভাঙচুর এবং সহিংসতার নির্দেশদাতা হিসেবে এবার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বিএনপির তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে হরতালে মানুষ মারার মদদদাতা হিসেবে। কারণ মানুষ মারার দায় তারা এড়াতে পারেন না। দলের শীর্ষনেতা হিসেবে এ দায়ভার তাদের নিতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে তেঁতুল হুজুর ও যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কাছে দেশকে সঁপে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তাদের প্রতিহত করতে হবে। কোনো শর্ত ছাড়া সংলাপের আহ্বান করা হলেও বিএনপি তাতে সাড়া না দিয়ে ক্রমাগত হরতাল দিয়ে যাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু আদিবাসীদের নেতা ছিলেন না, তিনি ছিলেন জাতীয় নেতা। তাকে সে সম্মান দেওয়া উচিত। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে বাস্তবসম্মত ভূমি কমিশন, আদিবাসী ভূমি কমিশন ও অধিকার আইন- এ তিনটি বিষয়ের প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় কমিটির ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.