আমাদের কথা খুঁজে নিন

   

মির্জা ফখরুলের সঙ্গে কারাগারে পরিবারের সù

গাজীপুরের কাশিমপুর কারাগারে অন্তরীণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। গতকাল বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার-২ এ যান মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় তার মেয়ে মির্জা সাফারুহ ও জামাই আদনান সাবিদ উপস্থিত ছিলেন। পরে বেরিয়ে এসে রাহাত আরা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের প্রধান রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব গত দুই বছরে ৫ বার জেলে গেছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় জেলে যাওয়ার এমন দৃষ্টান্ত খুবই কম। এটা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাস্থ্য খুব একটা ভালো নেই বলেও জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.