গাজীপুরের কাশিমপুর কারাগারে অন্তরীণ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। গতকাল বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার-২ এ যান মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় তার মেয়ে মির্জা সাফারুহ ও জামাই আদনান সাবিদ উপস্থিত ছিলেন। পরে বেরিয়ে এসে রাহাত আরা বেগম বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের প্রধান রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব গত দুই বছরে ৫ বার জেলে গেছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শীর্ষ পর্যায়ের নেতাদের দফায় দফায় জেলে যাওয়ার এমন দৃষ্টান্ত খুবই কম। এটা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাস্থ্য খুব একটা ভালো নেই বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।