বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল ২০১৩-১৪ সেশনের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। উপস্থিতির হার প্রায় ৭৫ শতাংশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বাকৃবি ছাত্রদল ক্যাম্পাসের বাইরে থেকে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এদিকে গতকাল অনুষ্ঠিত বাকৃবির অনার্স ভর্তি পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাসের মধ্যে সশস্ত্র মহড়া দেয় ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের অফিস থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর নিরাপত্তা জোনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে মিছিলটি পুনরায় ছাত্রলীগের অফিসে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে ও আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী রামদা, লাঠি, স্টাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মিছিল করতে গেলেও পুলিশ বাধা দেয়। এ রকম আচরণ কখনো মেনে নেওয়া যায় না। এদিকে বাকৃবি ছাত্রলীগ সভাপতি মো. মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো, ভর্তি পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন এ জন্য ছাত্রলীগের কর্মীরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন। এ ব্যাপারে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো মিছিল করতেই পারে। কিন্তু শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।