ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, গ্রেফতারকৃত রেদওয়ান বিন ইসহাকের সঙ্গে পীর চরমোনাইর কোনো পারিবারিক, রাজনৈতিক ও আদর্শিক সম্পর্ক নেই। উদ্ভূত বিভ্রান্তি নিরসনে গতকাল পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিতর্কিত এমএলএম কোম্পানি এইমওয়ে লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেদওয়ান বিন ইসহাককে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রেদওয়ান বিন ইসহাকের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম ও সাবেক আমির মরহুম মাওলানা সৈয়দ মো. ফজলুল করীমকে জড়িয়ে বিভিন্ন মিডিয়া বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। শুধু তাই নয়, একেক মিডিয়া একেক ধরনের তথ্য পরিবেশন করার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
কোন কোন মিডিয়া বলেছে, রেদওয়ান বিন ইসহাক পীর সাহেব চরমোনাইর ছেলে, আবার কেউ কেউ বলেছে তিনি পীর সাহেব চরমোনাইর ভাই। আবার কারো কারো বক্তব্য ছিল রেদওয়ান বিন ইসহাক মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ মো. ফজলুল করীমের ছেলে। প্রকৃতপক্ষে উপরের কোন তথ্যই সঠিক নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।