আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার না করার নি

যথাযথ আইনি প্রক্রিয়ার বাইরে বিএনপির পাঁচ নেতাকে হয়রানি ও গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির এ পাঁচ নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উল্লেখ্য, গত ৮ নভেম্বর মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবং গত ২৫ ডিসেম্বর সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়।

খোকনের জামিন ও শাম্মীর রিমান্ড নাকচ, মিন্টুকে জামিন

রাজধানীর বাংলামোটরে পেট্রলবোমা হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা ও হেফাজতের নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের জামিন নাকচ করেছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। আদালতের পেশকার ইফতেখার হোসেন জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে বাংলামোটরে বোমা হামলার ঘটনায় একটি ও শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা দুটি মামলায় জামিন চাওয়া হয়। এর আগে আসামির আইনজীবীরা রমনা থানার মামলাটি ১ জানুয়ারি ও ১১ জানুয়ারি মতিঝিল থানার দুই মামলার জামিনের আবেদন করেন। প্রাথামিক শুনানি শেষে ওই দিন আদালত জামিনের আবেদন গ্রহণ করে অধিকতর শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন। আসামির আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে সেই আবেদন নাকচ করা হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিধিতে মামলা করি। গত বছর ২৬ ডিসেম্বর সেগুনবাগিচা থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আটক করে ডিবি পুলিশ। এদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগে বনানী থানায় করা মামলায় বিএনপিদলীয় সাবেক এমপি শাম্মী আক্তারের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. হাসিবুল হক এ আদেশ দেন। গত বছর ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে শাম্মী আকতারকে আটক করে মহানগর পুলিশ। পুলিশের এস আই শাজাহান হত্যাসহ হেফাজতের নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। গত ৫ মে মতিঝিলে হেফাজতের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। এসব ঘটনায় তিনটি হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা করে পুলিশ। এসব মামলায় হেফাজতের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাদেরও আসামি করে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.