আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলে নেইমারের পর জনপ্রিয় মেসি

ভৌগোলিকভাবে ব্রাজিলের প্রতিবেশি দেশ আর্জেন্টিনা। কিন্তু ফুটবল বিশ্বে এই দুটি দেশকে একে অপরের চির শত্রু বললেও খুব একটা বাড়িয়ে বলা হয় না। তবে সাম্প্রতিক এই জরিপে একটা বিষয় পরিষ্কার, টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকা মেসি তার ফুটবল জাদুতে শত্রুদের মনও জয় করেছেন।
২৫ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলের সব শ্রেণির নাগরিকের মাঝে চালানো জরিপে ৩২.১ শতাংশ ভোট পেয়েছেন কনফেডারেশন কাপের সেরা খেলোয়াড় নেইমার। দ্বিতীয় জনপ্রিয় ফুটবলার মেসি পেয়েছেন ৯.১ শতাংশ ভোট।

বার্সার সাবেক খেলোয়াড় রোনালদিনিয়ো ক্যারিয়ারের সেরা সময় পিছনে ফেলে এলেও তার জনপ্রিয়তা কমেনি। ৮.১ শতাংশ ভোটে পেয়ে আছেন তৃতীয় স্থানে।
মেয়েদের মাঝে নেইমারের জনপ্রিয়তা আরো বেশি। শুধু মেয়েদের ভোটের হিসেবে ৩৫.৭ শতাংশ ভোট পেয়েছেন নেইমার।
তাই বলে ছেলেদের মাঝেও নেইমারের জনপ্রিয়তা কম নয়।

৩০.৪ শতাংশ ছেলেদের ভোট পেয়েছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.