আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: ম্যারাডোনা

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা মনে করেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ভক্তদের হতাশার সমাপ্তি ঘটবে।

মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর থেকেই শিরোপাটি দেশটির জন্য আরাধ্য।

স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, 'ব্রাজিলে ১৯৮৬ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে। আর্জেন্টিনা আবারো বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবে আমাদের শিরোপার পথে জার্মানি ও নেদারল্যান্ডস বাধা হতে পারে। তাছাড়া ইতালি ও স্পেনকেও অবজ্ঞা করা যাবে না।'

উল্লেখ্য, দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সবার ওপরে থেকে ফুটবল মহাযজ্ঞের মূল পর্বে জায়গা করে নিয়েছে। ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে 'এ' গ্রুপে আলবিসেলেস্তেদের সঙ্গী বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.