আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলে স্টেডিয়াম নিয়ে চিন্তিত নয় ফিফা

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফিফার মহাসচিব জেরোম ভালকে একথা জানান। ঐ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং ফিফা ও ব্রাজিলের আয়োজক কমিটির কর্তাব্যক্তিরা।
স্বাগতিক দেশ ব্রাজিলের ১২টি শহরের ১২ টি ভেন্যুতে হবে বিশ্বকাপের বিংশতম এই আসরের ম্যাচগুলো। তার মধ্যে ছয়টি ভেন্যু আগেই প্রস্তুত হয়েছে। গত জুন মাসে ঐ ভেন্যুগুলোতেই অনুষ্ঠিত হয় কনফেডারেশ কাপের সর্বশেষ আসর, যেখানে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

‌‘ডেডলাইন’এর আগে আরো তিনটি ভেন্যু সম্পন্ন হয়ে যাবে।
তবে সমস্যা দেখা দিয়েছে কুইয়াবা, কুরিতিবা ও সাও পাওলোর স্টেডিয়ামগুলো নিয়ে। এর মধ্যে ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর স্টেডিয়ামটিতে ঘটে যাওয়া সাম্প্রতিক এক দুর্ঘটনা কাজের অগ্রগতি অনেকখানি পিছিয়ে দিয়েছে।
স্টেডিয়ামের ছাদের একটি অংশ ওঠানোর সময় একটি ক্রেন ভেঙ্গে পড়লে নিহত হয় দুই শ্রমিকও। স্টেডিয়ামের বাইরের দিকের কিছু অংশ ক্ষতিগ্রস্তও হয়।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণ কাজ যে শেষ হচ্ছে না তা প্রায় নিশ্চিত। এ স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক ব্রাজিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.