আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিলে ঘাঁটি ঠিক করলো স্পেন

স্পেন ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র এ কথা জানান। অনুশীলন কেন্দ্রটি বিশ্বকাপের ১২টি ভেন্যু শহরের একটি কুরিচিবায়। এই কেন্দ্রে আটটি ফুটবল মাঠ ও তাপনিয়ন্ত্রিত সুইমিংপুল আছে।
জায়গাটির তাপমাত্রা অপেক্ষাকৃত কম হওয়ায় এখানে নিজেদের ঘাঁটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচটিসহ প্রায় সবগুলোই ম্যাচই তাদের খেলতে হবে অধিক তাপমাত্রায়।


আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভিনসেন্ত দেল বস্কের শিষ্যরা। গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েই প্রথম বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইকার ক্যাসিয়াসরা। ‘বি’ গ্রুপের অন্য দুটি দল হলো চিলি ও অস্ট্রেলিয়া।
শুধু ২০১০ সালের বিশ্বকাই নয়, ২০০৮ ও ২০১২ সালে ইউরোপ সেরার ট্রফিও জিতেছে স্পেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.