সিলেটের সিএনজি অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া নওগাঁ, নিলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর_
সিলেট : ওসমানী নগরে কুরুয়া এলাকায় গতকাল সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার উপরপাড়ার হাসমত আলী, নোয়াগ্রামের ইসলাম উদ্দিন, জৈন্তাপুরের বাইরগাঁও গ্রামের কবির উদ্দিন ও অজ্ঞাত পরিচয় সিএনজি আটোরিকশা চালক। নওগাঁ : পত্নীতলা উপজেলার মাতাজী-ফতেপুর মহাসড়কের নেপালপুর মোড়ে গতকাল অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে বেলাল হোসেন নামে একজন নিহত ও চালকসহ দুজন আহত হয়েছেন। সৈয়দপুর : উপজেলার বোতলাগাড়ী ইউপির সোনাখুলি গ্রামের ঝাড়ুয়া পাড়ায় গতকাল ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র অপূর্ব মেরাজ নিহত ও দুজন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রমিজ আলী রমি নামে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে জেরিন নামে এক শিশুর। চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার পলশায় গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিনহাজুল নামে এক শিশু নিহত হয়েছে। গোপালগঞ্জ : চলন্ত বাসের ছাদ থেকে পড়ে আহাদ খান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। কোটালীপাড়া- গোপালগঞ্জ সড়কের কাজুলিয়া নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী : টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় গতকাল কার্গোচাপায় মোটরসাইকেল চালক ইলিয়াস কাঞ্চন মামুন নিহত ও অপর আরোহী সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।