আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুরের লক্ষ্য ইউরেশিয়া কাপ

এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে এশিয়ার প্রথম চার গলফার এই প্রতিযোগিতায় সরাসরি সুযোগ পাবেন। আন্তর্জাতিক গলফ র্যা ঙ্কিং থেকে সুযোগ পাবেন আরো তিন জন খেলোয়াড়। এ টুর্নামেন্টে ইউরোপের সেরা গলফারদের মুখোমুখি হবেন এশিয়ার সেরা খেলোয়াড়রা।
ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা (ইন্ডিয়ান ওপেন, প্রথমে জিতেছিলেন ব্রুনাই ওপেন) জিতে সিদ্দিকুর পেয়েছেন দুই লাখ ২৫ হাজার মার্কিন ডলার। চার বছরে তার মোট আয় প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার।


বড় অঙ্কের এই প্রাইজমানিতে এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে সিদ্দিকুর উঠে এসেছেন তিন নম্বরে। তাই বছর শেষে যখন অর্ডার অব মেরিটের শীর্ষ চারের মধ্যে থেকে সিদ্দিকুরের ইউরো-এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল।
দিল্লিতে সাম্প্রতিক এই সাফল্যে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো সেরা দশে থাকাটাও নিশ্চিত করেছেন সিদ্দিকুর। এবার তাই লক্ষ্য ইউরো-এশিয়া কাপের টিকেট নিশ্চিত করা।
“হ্যা, ইউরেশিয়া কাপে খেলা নিশ্চিত করাটাই এখন আমার লক্ষ্য।

আমার মতে দারুণ আকর্ষণীয় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। আশা করি, ওখানে আমি খেলতে পারবো। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, ঐ প্রতিযোগিতায় আমার সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা আছে। ”
আগামী বছরের মার্চে মালয়শিয়ার গ্লেমারি গলফ ও কাউন্টি ক্লাবে অনুষ্ঠিত হবে ইউরো-এশিয়া কাপের প্রথম আসর । টুর্নামেন্টটি হবে রাইডার কাপের (ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দল এতে অংশ নেয়) আদলে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.