আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুরের আরো উন্নতি

তবে তৃতীয় রাউন্ড তুলনামূলকভাবে খারাপ কেটেছে তার। এই রাউন্ডে পাঁচটি ‘বার্ডি’র (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একটি শট কম খেলা) পাশাপাশি তিনটি ‘বোগি’ (পারের চেয়ে একটি শট বেশি খেলা) করায় পারের চেয়ে দুই শট কম নিয়ে খেলা শেষ করেন তিনি। দিনের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে বজ্রপাতের কারণে সিদ্দিকুরসহ ৫৪ জনের খেলা শেষ হতে পারেনি। তখন দুটি হোল বাকি ছিল সিদ্দিকুরের। শনিবার সকালে ঐ দুটি হোলেই ‘বার্ডি’ করেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার। তাই দ্বিতীয় রাউন্ডে সব মিলিয়ে ৭টিতে ‘বার্ডি’ ও একটিতে ‘বোগি’ করে পারের চেয়ে ছয় শট কম খেলে যৌথভাবে অষ্টম স্থানে উঠে আসেন তিনি। সাড়ে ৭ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৩টি করে শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ভারতের গগনজিৎ ভুলার ও থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানানন্দ। ইন্দোনেশিয়ান ওপেনের পর ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১৩ লাখ ডলারের হংকং ওপেনে খেলার কথা সিদ্দিকুরের।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.