আমাদের কথা খুঁজে নিন

   

হংকং ওপেনে সিদ্দিকুরের বাজে সূচনা

পঞ্চম হোলে ‘বোগি’ (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একটি শট বেশি খেলা) করার পর ষষ্ঠ হোলে আবার ‘ডাবল বোগি’ (পারের চেয়ে দুই শট বেশি খেলা) করে বসেন সিদ্দিকুর। পরে দুটি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) করলেও বেশি এগুতে পারেননি তিনি।
গত শনিবার শেষ হওয়া ইন্দোনেশিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ৪৩তম স্থানে থাকলেও ধারাবাহিক উন্নতিতে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
পারের চেয়ে ছয় শট কম খেলে প্রথম রাউন্ড শেষে হংকং ওপেনের শীর্ষে আছেন আয়ারল্যান্ডের ডেভিড হিগিন্স।
হংকং গলফ ক্লাবে ১৩ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করেছে এশিয়ান ট্যুর ও ইউরোপিয়ান ট্যুর কর্তৃপক্ষ। ফলে ইউরোপিয়ান ট্যুরের বাঘা বাঘা গলফাররাও অংশ নিয়েছেন মর্যাদার এই টুর্নামেন্টে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।