শুক্রবারের জুটি বেধে পাঁচ ম্যাচের ‘ফোরসাম’ লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে এশিয়া। তবে দুই দিনের হিসেবে অবশ্য ৭-৩ পয়েন্টে এগিয়ে আছে তারা।
দিনের চতুর্থ ম্যাচে অনির্বান লাহিরির সঙ্গে জুটি বেধে এশিয়াকে দ্বিতীয় জয় উপহার দেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার। তারা হারিয়েছেন ইউস্ট লুইটেন ও ভিক্টর ডুবুইসোন জুটিকে।
এর আগে প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইউরোপকে হারায় এশিয়ার আরেক জুটি।
তৃতীয় ম্যাচ আবারো ড্র হয়।
তবে দিনের শেষ ম্যাচে একমাত্র জয়টি তুলে নেয় ইউরোপ।
ড্র ম্যাচ দুটির পয়েন্ট দুই দলের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়।
মালয়শিয়ার গ্লেনমারি গলফ ও কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডের 'ফোরবল' লড়াইয় ৫-০ ব্যবধানে জিতে অভিজ্ঞ ইউরোপীয় দল।
শনিবার তৃতীয় ও শেষ দিনে হবে প্রতিযোগিতার একক লড়াই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।