আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক লীগ নেতা ও ব্যবসায়ীর রগ কর্তন

দলীয় কোন্দলের জের ধরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি আজিজুল হক বুদাইর পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় ছাত্র ও যুবদলর। সোমবার রাতে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে নিজবাড়ি থেকে চুঙ্গাপাড়া গ্রামে যাওয়ার পথে আজিজুলের ওপর সশস্ত্র হামলা চালায় স্থানীয় ছাত্রদল নেতা রনি ফকির, রিয়াজ তালুকদার, রাজিব ও শাহ আলমসহ আরও কয়েকজন। এ সময় হামলাকারীরা তার বাম পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এদিকে, বরিশালের গৌরনদী উপজেলার রামনগর গ্রামে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে সোমবার রাতে মাদক বিক্রেতা নবীন সরদারের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নবীনের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে গতকাল ৬ জনকে আসামি করে মামলা করেছেন। গৌরনদী থানার ওসি জানান, আসামীদের বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি থানায় মাদকদ্রব্য ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.