আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছেন জাবির উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য কে হচ্ছেন তা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকূলতা কাটিয়ে সম্পন্ন হয়েছে বহু প্রতীক্ষিত উপাচার্য প্যানেল নির্বাচন। বিগত এক বছরে শিক্ষকদের উপাচার্যবিরোধী টানা আন্দোলন কর্মসূচির উদ্দেশ্যই ছিল সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে বিতাড়ন করে প্যানেল নির্বাচনের মাধ্যমে নতুন উপাচার্যকে পাওয়া। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী তিন শিক্ষকই উপাচার্য হওয়ার জন্য এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন এমন একজনকে উপাচার্য করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন হয়। এতে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরপন্থী প্যানেল থেকে প্রথম হন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম, দ্বিতীয় হন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন এবং তৃতীয় হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১১(১) ধারা অনুযায়ী আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এই তিনজন থেকে একজনকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। তাই ক্যাম্পাসের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা এখন রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এ নির্বাচনে ১ম স্থান অধিকারী অধ্যাপক ফারজানা ইসলামের সম্ভাবনা জেগে উঠেছে। উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম নারী নেতৃত্বের সূচনা ঘটবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.