আমাদের কথা খুঁজে নিন

   

গ্লোবাল ক্যারিয়ার ও চার্টার্ড অ্যাকাউন্

সাধারণ শিক্ষার্থীরাও এখন ঝুঁকছে Fundation Diploma এবং এসিসিএ পড়াশোনার দিকে। যেখানে আমাদের দেশের প্রতিষ্ঠিত প্রাইভেট ভার্সিটিগুলোতে শুধু বিবিএ করতে প্রায় আট লাখ টাকা লাগে এবং এমবিএ করতে প্রায় পাঁচ লাখ টাকা, সেখানে Foundation Diploma (FD)+ Hons. in applied Accounting (এসিসিএ পার্ট-২) + ACCA (পার্ট-৩) সম্পন্ন করতে প্রায় চার লাখ টাকা লাগবে। আমাদের দেশের যেমন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ডিগ্রি আছে, তেমনি ইউকের CA ডিগ্রিকে বলে ACCA। প্রফেশনাল অ্যাকাউন্টিং বা এসিসিএ পড়ার কারণ হলো, সারা বিশ্বে এসিসিএর গ্রহণযোগ্যতা। অন্যদিকে এটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইউকে প্রফেশনাল CA ডিগ্রি।

যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স, তাই একজন শিক্ষার্থী এসএসসি, এইচএসসি কিংবা 'ও' লেভেল শেষ করার পরই Foundation Dimploma (FD) কোর্স শেষ করে ACCA-এর পথে যাত্রা শুরু করতে পারে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সরাসরি এসিসিএ করতে পারেন। আমাদের দেশে এসিসিএ ও FD- এর সব পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে বাংলাদেশে যে ক'টি শিক্ষাপ্রতিষ্ঠান এসিসিএ পড়াচ্ছে তাদের মধ্যে সাইফুরস ইউনিভার্সিটি কলেজ অন্যতম। এ বিষয়ে আরও জানতে # সাইফুরস, ঢাকা।

ফোন : ০১৬৭৬৬০১৬৯৪। সবচেয়ে বড় কথা, গতানুগতিক শিক্ষার আশায় বসে না থেকে এসব শিক্ষায় শিক্ষিত হয়ে গড়া যায় স্মার্ট ক্যারিয়ার। এগিয়ে থাকা যায় মজবুত ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে। - ক্যারিয়ার ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.