বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুঠোফোনে হত্যা এবং তার বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল দুপুর ১২টা ২৭ মিনিটে বাংলালিংকের একটি নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। উপাচার্য এ কে এম নূর-উন-নবী জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে আমার মুঠোফোনে একটি মেসেজ আসে। ওপেন করে দেখতে পাই মেসেজে লেখা রয়েছে- 'নারায়ে তাকবির আল্লাহু আকবর। ভিসি সাহেব আপনার ভার্সিটির গ্রেফতার হওয়া শিবির নেতাদের দ্রুত মুক্তি দেওয়া না হলে আপনার গাড়ি ও বাসভবন বোমা মেরে উড়িয়ে দিয়ে আপনাকে হত্যা করা হবে। তাই বাঁচতে চাইলে শিবির নেতাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন'। মেসেজটি কে পাঠিয়েছে তার নাম নেই।
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করেছি। জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি। থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে উপাচার্য এবং ক্যাম্পাসে তার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।