ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা।
একজন মাতালের স্বরুপঃ
অল্প ড্রিংক করলে- কথা অগোচালো হবে।
ড্রিংকের পরিমাণ আরেকটু বাড়লে- কোনো অর্থবহ কথা বলতে পারবেনা।
পরিমাণ যদি আরেকটু বাড়ে-আগের কথার সাথে পরের কথার কোনো মিলই থাকবেনা।
যখন মাতাল ড্রিংকের পরিমাণ আরো বাড়িয়ে দিবে-চিন্তাশক্তি একেবারেই হ্রাস পাবে।
যা বলবে তা সত্য-মিথ্যা, বানোয়াট বলবে।
একেবারে ঝানু মাতাল-এমন আজে বাজে কথা বলবে, নিজের কথায় যে অন্যরা লজ্জা পাচ্ছে- তার কোনো খেয়াল থাকবেনা।
পাঁড় মাতাল-নিজের আচরণে অন্যের যে কোনো ক্ষতি হচ্ছে তাও বুঝবেনা।
বদ্ধ মাতাল- এ অবস্থায় যেকোনো ধরণের অনিষ্ট কাজ করলেও তার বোধোদয় হবেনা।
আমাদের তথাকথিত রাজনীতিবিদদের সাথে মাতালের এখানেই পার্থক্য যে উনারা মাতাল না হয়েই উপরের সবগুলো কাজই করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।