মৃত্যুর পর অপরাধবোধ নিয়ে পতাকা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীকে সম্মান দেওয়া হবে সত্যি। কিন্তু জীবিত আকবর আলীর দেহটা আজ পরে আছে ব্রাহ্মণবাড়িয়া সরকারী হাসপাতালের মেজেতে। গত তিনদিনে তার কপালে একটাও ঔষধ জুটেনি। পরীক্ষা-নিরীক্ষা হয়নি বলে ডাক্তার তার চিকিৎসা শুরু করতে পারেনি। পরিবাবের কোন সদস্য নেই।
দেশটাই যার তার আবার পরিবার কি? এই বিশ্বাস নিয়ে ই তো আকবর আলী লড়েছেন।
মো: আকবর আলী বিশ্বাস তার পাশে আছে বাংলাদেশ। আর বিশ্বাস নিয়ে দেশের জন্য প্রাণ বাজি রাখতে কখনোই ভীত নন। স্বাধীনতার পর ৪২বছর পার করেছেন গ্রামের পথে পথে। এই ৪২বছরে তার একবারও ঘরে ফেরা হয়নি।
আকবর আলীর তোমার বাংলাদেশ আর আমাদের বাংলাদেশের মাঝে আজ বিশাল ফারাক।
আকবর আলীর পাশে আকবরের স্বপ্নের বাংলাদেশের মানুষরা দাড়াতে চাই। আসুন একবার জীবিত আকবর আলীকে স্যালুট করে আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।