পপসংগীত পরিবেশনার মধ্য দিয়ে সৌরকোষের বিদ্যুৎ উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুক্তরাজ্যে নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। ফলে নতুন, সাশ্রয়ী ও বিশেষ একধরনের সৌরকোষ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখছেন তাঁরা।
কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এবং ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের যৌথ গবেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্বের ঐতিহ্যবাহী পপ ও রকসংগীতের রয়েছে উচ্চ কম্পাঙ্ক ও উচ্চগ্রাম। এসব বৈশিষ্ট্যের কারণে তৈরি অনুনাদ বা কম্পনের প্রভাবে সৌরবিদ্যুৎ কোষে শক্তি উৎপাদন ত্বরান্বিত হয়।
গবেষকেরা জিংক অক্সাইডের তৈরি কোটি কোটি সূক্ষ্ম দণ্ড তৈরি করেন। তারপর সেগুলো একটি সক্রিয় পলিমারে ঢেকে দেন। এভাবেই তৈরি হয় একটি যন্ত্র, যা সূর্যালোককে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।